শুক্রবার, ১৪ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তানজিলা আক্তার (৩২) নামে এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে উপজেলার ধুপিল ইউনিয়নের শ্যামেরঘন গ্রামে উজ্জ্বল চন্দ্র নামে এক হিন্দু যুবকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেন তিনি।

এতে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তানজিলা জানান, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত অবস্থায় উজ্জ্বলের সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। উজ্জ্বল মুসলমান হয়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ দুই বছরে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করেন এবং বিভিন্ন অজুহাতে তার কাছ থেকে কয়েক লক্ষ টাকা নেন।

কিন্তু সম্প্রতি বিয়ের কথা বললে উজ্জ্বল যোগাযোগ বন্ধ করে দেন। অভিযুক্ত উজ্জ্বল চন্দ্র প্রেমের সম্পর্ক অস্বীকার করে বলেন, “মেয়েটির সঙ্গে আমার কোনো প্রেমের সম্পর্ক নেই। রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির বলেন, “এ বিষয়ে এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়