বেলকুচিতে বওড়া সবুজ কানন স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপন


উজ্জ্বল অধিকারী: নানা আয়োজনের মধ্য দিয়ে বওড়া সবুজ কানন স্কুলের ২৫ বছর পূর্তি উপলক্ষে রজতজয়ন্তী উদযাপিত হয়েছে। সোমবার (৯ মে) এই শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব ক্যাম্পাসে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন প্রশংসনীয় কর্মকান্ড ও মানসম্মত শিক্ষা প্রদানের মাধ্যমে স্কুলটি পঁচিশ বছর পূর্ণ করছে।
সকালে প্রধান অতিথি বিশিষ্ট শিল্পপতি ও শিক্ষানুরাগী টেক্সজেন এর ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুস ছালাম রজতজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিকন ফার্মাসিউটিক্যালস এর ভাইস চেয়ারম্যান মো: রেজাউল করিম উজ্জ্বল, বেলকুচি সরকারি কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, সোহাগপুর সরকারি শ্যাম কিশোর পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম শহিদুর রেজা, সোহাগপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, বওড়া সবুজ কানন স্কুলের প্রতিষ্ঠাতা সদস্য লুতফর রহমান দালাল, কামারপাড়া আলহাজ লতিফা শাহজাহান বিদ্যালয়ের প্রধান শিক্ষকা মোছা: রুবিয়া সুলতানা প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে শেখ আব্দুস ছালাম বলেন এই স্কুলের শিক্ষার মান ও পাঠদান হয়ে উঠবে অন্য প্রতিষ্ঠানের অনুসরণীয় আদর্শ। এ সময় তিনি প্রতিষ্ঠানের সব প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষীদের অভিনন্দন জানান।
তিনি আরো বলেন যে জাতি যত শিক্ষিত সে জাতি ততো উন্নত। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।