বেলকুচি প্রেসক্লাবের সাথে এনসিপি’র কেন্দ্রীয় নেতা মাহিন সরকারের মতবিনিময়


উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের বেলকুচি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ন সদস্য সচিব মাহিন সরকারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে বেলকুচি প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেলকুচি প্রেসক্লাবের সভাপতি গাজী সাইদুর রহমান। এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি নারায়ন মালাকার, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, দপ্তর সম্পাদক মুসা, কোষাধ্যক্ষ সবুজ সরকার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক উজ্জ্বল অধিকারী, আব্দুর রাজ্জাক বাবু, টুটুল শেখ, সেরাজুল ইসলাম, আল-আমিন ও জাতীয় নাগরিক পার্টির পক্ষে উপস্থিত ছিলেন, সমন্বয়ক মুসা হাশেমী, মুসাব্বির হোসেনসহ অনেক নেত্রীবৃন্দ। বক্তব্যে মাহিন সরকার বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়।
নাগরিক পার্টি সেই পরিবর্তনের জন্য প্রস্তুত। মানুষের অধিকার, গণতন্ত্র ও সত্য প্রতিষ্ঠানের জন্য আন্দোলন করেছিলাম এখনও করে যাচ্ছি। তিনি জুলাই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের প্রশংসা তুলে ধরে বলেন এই গণ অভ্যুত্থানে সাংবাদিকদের ভুমিকা ছিলো অপরসীম। অনেক সাংবাদিক শহীদ হয়েছেন।
সাংবাদিকদের সহযোগিতা কামনা করে তিনি আরোও বলেন, আপনারাই জাতির বিবেক। সত্য তুলে ধরার জন্য আপনারা কাজ করে যাচ্ছেন। আপনাদের পাশে চায় জাতীয় নাগরিক পার্টি।
সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।