মঙ্গলবার, ১৭ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

গোবিন্দগঞ্জে এক ছেলেকে অপহরণ করে চাঁদা দাবি ও মারপিট

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের চাঙ্গুরা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে শাহরিয়ার আহমেদ কাচের চড়া বাজারে শুক্রবার ঈদের আগের দিন রাতে কেনাকাটা করার জন্যে যাওয়ার সময় লালমাটি নামক স্থান থেকে খোলাহাটি গ্রামের মোশারফ হোসেনের ছেলে ইমরান হোসেন সহ ৭/৮ জনের একটি কিশোর গ্যাং মোটরসাইকেল যোগে জোর করে তাকে অপহরণ করে নিয়ে যায়।

তারা শাহরিয়ার কে ঘটনাস্থল থেকে ৩ কিলোমিটার দূরে মাকলাইন গ্রামের পাশে আম বাগানে নিয়ে গিয়ে মোবাইল ফোন সহ নগদ ৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে বেদম মারপিট করার পর উলঙ্গ ভিডিও ধারণ করে ভাইরাল করার ভয় দেখিয়ে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে মারপিট করলে শাহরিয়া অজ্ঞান হয়ে গেলে সন্ত্রাসীরা একটি ভ্যানযোগে তার বাড়ির কাছে একটি বাশ ঝারে ফেলে যায়।

বাজার থেকে শাহরিয়ার বাড়িতে ফিরে না আশায় বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর বাশ ঝারে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সংবাদের আলো বাংলাদেশ সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

সংশ্লিষ্ট সংবাদ

এই সপ্তাহের পাঠকপ্রিয়