
শেরপুর প্রতিনিধি: শেরপুর সদর উপজেলার লতারিয়া পূর্বপাড়া গ্রামের যুব সমাজের উদ্যোগ এক আনন্দঘন ও উচ্ছ্বাসময় পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল বিবাহিত বনাম অবিবাহিত দলের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ ও হিফজ সম্পন্ন কারী শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান । খেলার উদ্দেশ্য ছিল সমাজের ভ্রাতৃত্ববোধ, বন্ধুত্ব ও সুস্থ বিনোদনের চর্চা বাড়ানো।
খেলা শুরু হয় আজ রবিবার
(৮ জুন) বিকেল ৪টায়। উভয় দলই ছিল চমৎকার ছন্দে। প্রথমার্ধে অবিবাহিত দল দুইটি গোল করে এগিয়ে যায় ৷ দ্বিতীয়ার্ধেও অবিবাহিত দলের অভিজ্ঞ খেলোয়াড়রা আরও একটি গোল দিয়ে চ্যাম্পিয়ন হয় ৷ শেষ পর্যন্ত খেলার ফলাফল অবিবাহিত -৩টি গোলে জয়লাভ করে। উল্লাসে ফেটে পড়ে সমর্থকরা।
খেলায় ম্যান অব দ্য ম্যাচ হিসেবে পুরুস্কার গ্রহণ করেন মোঃ শিমুল (অবিবাহিত দল) ৷ খেলা শেষে এক সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা.মোঃ আমিরুল ইসলাম , প্রিয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,শেরপুর প্রেসক্লাবের প্রচার সম্পাদক জাহিদুল খান সৌরভ ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কামারেরচর ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি আরিফুজ্জামান রিপন,শেরপুর স্কয়ার ডায়াগোনিস্টিক সেন্টারের পরিচালক মোঃ মিজানুর রহমানসহ প্রমুখ ৷
বিজয়ী ও রানার্সআপ দলকে ট্রফি ও মেডেল প্রদান করা হয়। হিফজ সম্পন্ন কারী ১৫জন শিক্ষার্থীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এছাড়া দিনব্যাপি ছোট ,মাঝারো ,বয়স্ক ও অতিথিদের জন্য ভিন্ন ভিন্ন খেলার আয়োজন ও পুরুস্কার বিতরণ করা হয় ৷ব্যক্তিগত পারফরম্যান্সের ভিত্তিতে আলাদা পুরস্কারও দেওয়া হয়। খেলা সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সদস্য মোঃ মুরাদ মিয়া ও গ্রামীন ব্যাংক কর্মকর্তা আবু সাঈদ ৷
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.