সংবাদের আলো ডেস্ক: কারও সংগঠন গোছানোর জন্য নির্বাচন বিলম্বিত করলে জনগণ তা মেনে নেবে না বলে জানিয়েছেন বিএনপি চেয়াপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক।
মঙ্গলবার (২৭ মে) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সদিচ্ছা থাকলে ডিসেম্বরের আগেই নির্বাচন দেয়া সম্ভব। তবে সরকারের ভেতর যদি কোনো সরকার থাকে তাহলে তা সম্ভব নয়। এ সময়, নির্বাচনের জন্য অচিরেই রোডম্যাপ দেয়ার দাবি জানান তিনি।
জয়নুল আবেদিন ফারুক আরও বলেন, অন্তর্বর্তী সরকারের দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরও দেশের বিভিন্ন সংকট থেকে উত্তরণ করতে ব্যর্থ। এ সময়, দেশের মানুষ ভোটের অধিকারের আন্দোলন আগেও করেছে, প্রয়োজনে ভবিষ্যতেও করবে বলে হুঁশিয়ারি দেন তিনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.