উজ্জ্বল অধিকারী: কনক্রিটের সেতু না থাকায় দুর্ভোগে পড়েছে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার দক্ষিণ অঞ্চলের মানুষ। বাঘুটিয়া ইউনিয়নের রেহাইপুখুরিয়া বাজার সংলগ্ন খালের ওপর নির্মীত এই নববরে কাঠের সাঁকো পাড়ি দিয়ে বর্ষায় উপজেলাসহ বিভিন্ন স্থানে যাতায়াত করতে হয় আশপাশের প্রায় ১৫ গ্রামের কয়েক হাজার মানুষকে। সরেজমিন দেখা গেছে, বাঁশের খুটি ও কাঠোর ছাউনি সেতুটি ভেঙে পড়েছে, একারনে দক্ষিণাংশ সড়কের সাথে সংযোগ নেই।
তাই অন্তত ১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী সহ পথচারীদের প্রায় আধা কিলোমিটার ঘুরে পায়ে হেটে পারাপার হতে হয়। এতে ভারী যানবাহন চলাচল করতে না পাড়ায় বিপাকে কৃষক ও ব্যবসায়ীরা। জানা যায়, প্রায় ৮ বছর আগে রেহাইপুখুরিয়া উওরপাড়া ভাঙা ও চরনাকালিয়া খালের ওপর নির্মিত কালভার্ট বন্যায় পানির স্রোতে রাস্তাসহ ভেঙে যায়। এ অঞ্চলের মানুষের যাতায়াতের বিকল্প কোনো রাস্তা না থাকায় কালভার্ট ভেঙে পড়ায় বিপাকে পড়েন।
তখন থেকে অস্থায়ী কাঠের ব্রিজ দিয়ে মানুষ কোনভাবে পার হতে পারলেও ভারি যানবাহন চলতে না পারায় বিপাকে ব্যবসায়ী ও কৃষকরা। স্থায়ী ব্রিজ নির্মাণের জন্য বারবার দাবি জানিয়ে আসলেও কয়েকবার মাটি পরীক্ষা ছাড়া আর কিছু হয়নি। রেহাইপুখুরিয়া গ্রামের ব্যবসায়ী স্বপন সিকদার, ইউপি সদস্য মতিউর রহমান ও হিটলার জানান, কাঠের ব্রিজ দিয়ে কোনো গাড়ি চলাচল করতে পারে না, বাধ্য হয়ে মাঠ থেকে ফসল মাথায় করে বয়ে আনতে হয়। এছাড়া রোগী সহ পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি পৌহাতে হচ্ছে। দ্রুত কনক্রিটের সেতু চাই।
রেহাইপুখুরিয়া আদর্শ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মো. মফিজুল ইসলাম জানান, রেহাইপুখুরিয়া কলেজ, আরপিএন শহীদ শাহজান কবির উচ্চ বিদ্যালয়, রেহাইপুখুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ আশপাশের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়ে যাতায়াত করছে। বর্ষা মৌসুমের আগেই স্থাযূ সেতু নির্মানে উদ্যোগ গ্রহনেররদাবি জানাই। এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী অফিস সূত্র জানান, ইতোমধ্যে রেহাইপুখুরিয়া বিষয়ে উধর্বতন মহলকে অবগত করা হয়েছে।
জনগুরুত্বপূর্ণ এই সড়কে সেতু নির্মান সহ সড়ক মোরামতে উদ্যোগ নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.