শেরপুর প্রতিনিধি: পুর্ব শত্রুতার জেরধরে শেরপুর জেলার সদর উপজেলার গাজীরখামার ইউনিয়নে দিকপড়া গ্রামের মৃত সরাফত আলীর ছেলে মোঃ আমির উদ্দিনের বাড়িতে ভাংচুর, লুটপাট ও মারধোরের করেন একই গ্রামের মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ চৌধুরী, মৃত রুস্তম আলীর ছেলে মোঃ সদাগর মিয়া, মোঃ বাদশা মিয়া, মোঃ বিল্লাল হোসেন সহ তাদের দলবল।
সরজমিনে গিয়ে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে যে দির্ঘদিন যাবত মাদক সম্রাট চৌধুরী মদ, গাজা ও ইয়াবা সহ বিভিন্ন ধরনের মাদকদ্রব নিজেও খায় এবং বিক্রি করে কালো টাকার পাহাড় বানিয়েছে। এতে এলাকার যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে। আমরা বাধা দিতে গেল উল্টো মারধোর, ও প্রণনাশের হুমকি দেয় আামাদের উপর। এবং আরও জানা যায় জমিজমা ক্রয় বিক্রি নিয়ে দির্ঘদিন যাবত এই দুই পরিবারের মধ্যে চলছে বিরোধ।
এই বিষয় নিয়ে গ্রামের মেম্বার, চেয়ারম্যান বেশ কয়েকবার গ্রার্মসালিশ করেছে। এতেও কোন সুরাহা না হওয়ায় আদালতে মামলা দায়ের করেছে ভুক্তভোগী মোঃ আমির উদ্দিন। সেই সাথে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী বলেন অবৈধভাবে মাদক ব্যাবসা করে কালো টাকার পাহাড় বানিয়েছে বলে টাকার গরমে এলাকার মানুষের সাথে যখন তখন খারাপ ব্যাবহার করে এমনকি কাওকে মারধোর করতেও দিধাবোধ করেনা।
এবিষয়ে মোঃ চৌধুরীর বাড়িতে গেলে তাকে বাড়িতে পাওয়া যায়নি তার স্ত্রী বলেন আমার স্বামীর নামে যা বলেছে তা সত্য নয়। আমার স্বামী মাদক ব্যাবসা করেনা তিনি শহরে একটি চা পানের দোকান করেন।আর যখন মারামারি হয় তখন তিনি বাড়িতে ছিলেন না।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.