শেরপুর প্রতিনিধি: "মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ" এই স্লোগানকে ধারন করে প্রস্ফুটিত শেরপুর সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়েছে। আজ শুক্রবার (২৩ মে) সন্ধায় শেরপুর প্রেসক্লাব মিলনায়তনে এক সভায় দেবাশীষ সরকারকে আহবায়ক ও মোঃ রেদুয়ান রাশেদকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে ফেইসবুক ভিত্তিক গ্রুপ প্রস্ফুটিত শেরপুর গ্রুপের প্রয়াত এডমিন সবুজ খানের স্বরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে অনুষ্ঠানে প্রস্ফুটিত শেরপুর গ্রুপের এডমিন প্যানেল সদস্য জাহিদুল খান সৌরভের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, সদ্য ঘোষিত কমিটির আহবায়ক দেবাশীষ সরকার। এসময় তিনি বলেন, ২০২০ সালের করোনাকালীন সময় থেকেই মূলত প্রস্ফুটিত শেরপুরের সামাজিক সংগঠনের যাত্রা শুরু হয়।
এছাড়া শীতকালে শীত বস্ত্র বিতরন, করোনাকালীন সময়ে সাবান ও মাস্ক বিতরনসহ জনসচেনতা তৈরি, রমজানে পথচারীদের মাঝে ইফতার বিতরন, কন্যাদ্বায়গ্রস্থ পরিবারের পাশে দাঁড়ানো, ক্যান্সার আক্রান্ত রোগীকে সহায়তা প্রদান, বৃক্ষ রোপন, অনাহারী আহারে খাবার বিতরন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণীয় করে রাখতে বিজয় রাইডে অংশগ্রহণ, বন্যাকালীন সময়ে বিভিন্ন সংগঠনের সাথে সহযোগী হিসেবে কাজ করাসহ প্রতি নিয়ত কাজ করে যাচ্ছে প্রস্ফুটিত শেরপুর সমাজিক সংগঠন। ভবিষ্যৎ সংগঠনটি শেরপুর জেলার সকল স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে কোলাবোরেশান করে আর্ত মানবতার সেবায় কাজ করে যাবে। তাই আপনারদের সকলের সার্বিক সহযোগিতা ও ভালোবাসা আমাদের একান্ত প্রয়োজন। অনুষ্ঠানে শেরপুরের বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.