নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রধান উপদেষ্টা প্রফেসর ডঃ এম এ মুহিতের দলীয় সকল পদ থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়ে এনায়েতপুরে বিএনপির আনন্দ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এনায়েতপুর থানা সদর থেকে বিএনপি এবং সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে মিছিলটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এনায়েতপুর প্রেসক্লাব চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয় এনায়েতপুর থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রওশন আলী মন্টুর সভাপতিত্বে ও সাবেক যুগ্মআহ্বায়ক আব্দুস সালাম সঞ্চালনা করেন।
এসময় এনায়েতপুর থানা বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আবু সালেহ আহম্মেদ জামিল, লিয়াকত হোসেন লাবু, থানা যুবদলের সদস্যসচিব সাইদুল ইসলাম রাজ, থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহরিয়ার ইমন ও থানা কৃষকদলের সাধারণ সম্পাদক মুক্তার হাসান প্রমুখ বক্তব্য রাখেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.