গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ার পিঞ্জরী ইউনিয়নের বহলতলী গ্রামে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুই ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছোট ভাই মো. শরিফুল ইসলাম গুরুতর আহত হয়ে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। হাসপাতেলে চিকিৎসাধীন অবস্থায় সাংবাদিকদের কাছে শরিফুল ইসলাম অভিযোগ করেন, “২০০৪ সাল থেকে আমার বড় ভাই মজিবর শেখ আমার মৎস্য ঘেরের মাঝ দিয়ে মাঝেমধ্যে মাছ ছাড়তেন।
এতদিন মুরব্বিরা কিছু না বলায় তিনি তা করে আসছিলেন। তবে গতবার এলাকাবাসীর সালিশে ওই জমি আমার বলে রায় দেওয়া হয় এবং ২০২৫ সালে মাছ ছাড়ার অনুমতি আমি পাই।” তিনি আরও জানান, “আমি মাছ ছাড়তে গেলে আমার বড় ভাই মজিবর শেখ ও তার ছেলেরা—টুটুল শেখ, সজীব শেখ, শাওন শেখ ও নয়ন শেখ—আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং রামদা দিয়ে কুপিয়ে আহত করে।
বর্তমানে আমি অনিশ্চয়তায় ভুগছি, আমার জীবন হুমকির মুখে। আমি একটু সুস্থ হলেই মামলার প্রস্তুতি নেব।” এদিকে এলাকায় এই ঘটনার পর থেকে চরম উত্তেজনা বিরাজ করছে। তবে এখন পর্যন্ত থানায় আনুষ্ঠানিকভাবে কোনো অভিযোগ দায়ের হয়নি। এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.