সংবাদের আলো ডেস্ক: অশ্লীল কনটেন্ট নির্মাণ, রাষ্ট্রের আইন ও নীতিমালা ভঙ্গের অভিযোগে উপস্থাপিকা তমা রশিদের বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। এ নোটিশ পাঠিয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ওবাইদুল্যাহ আল মামুন সাকিব।
বৃহস্পতিবার (১৫ মে) জারিকৃত নোটিশে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে অনলাইনভিত্তিক ইউটিউব চ্যানেল ‘ফ্ল্যাশটকবিডি’ বন্ধের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
ওই নোটিশে বলা হয়, দেশের বিভিন্ন টিকটকারকে অতিথি হিসেবে আমন্ত্রণ জানিয়ে কুরুচিপূর্ণ এবং অশ্লীল অনুষ্ঠান আয়োজন করেন। যা বাংলাদেশের সংস্কৃতি এবং সামাজিক মূল্যবোধের সাথে সাংঘর্ষিক ও অসংগতিপূর্ণ।
মোঃ ওবাইদুল্যাহ আল মামুন সাকিব উল্লেখ করেন, অতিরিক্ত ভিউসের আশায় উপস্থাপিকা তমা রশিদ অশ্লীল, অশ্রাব্য শব্দচয়নের মাধ্যমে অনুষ্ঠান আয়োজন করেন। যা সামাজিক, পারিবারিক এবং ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় সৃষ্টি করেছেন। সামাজিক মাধ্যমে অশ্লীলতা ছড়ানোর দায়ে উপস্থাপিকার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।
নোটিশে আরও উল্লেখ করা হয়, ভবিষ্যতে অশ্লীলতাপূর্ণ ভিডিও নির্মাণ থেকে বিরত থাকার জন্য বলা হয়েছে। এ ছাড়া সামাজিক মাধ্যম থেকে অশ্লীল ভিডিও সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর যদি একই ধরনের ভিডিও নির্মাণ করেন তবে রাষ্ট্রের আইন ও নীতিমালা ভঙ্গের অপরাধে উপস্থাপিকা তমার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.