গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পার্শ্ববর্তী সাঘাটা উপজেলার কামালেরপাড়া গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচা-ভাতিজাসহ তিনজনের মৃত্যু হয়েছে। ১৫ মে বৃহস্পতিবার দুপুরে উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালের পাড়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, মিলন মিয়া (২৫), তার চাচা আফজাল হোসেন (৬০) এবং প্রতিবেশী মোশারফ হোসেন (২৭)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কামালেরপাড়া গ্রামের মিলন মিয়া (২৫) ঘরের চালের সঙ্গে বিদ্যুতের খোলা তারের সংযোগ ছিল। কিন্তু মিলন মিয়া তা জানতো না।
দুপুরে মিলন মিয়া ঘরের চালে ময়লা পরিষ্কার করার জন্য উঠলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় তার চাচা আফজাল হোসেন তাকে উদ্ধার করতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে প্রতিবেশী মোশারফ হোসেন তাদের উদ্ধার করতে গেলে একে একে তিন জনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও সাঘাটা থানা পুলিশ গিয়ে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করেন। পরে থানা পুলিশ নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। সাঘাটা থানার ওসি বাদশাহ আলম ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.