সংবাদের আলো ডেস্ক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা বিভাগের ১৮-১৯ সেশনের শিক্ষার্থী ও স্যার এ এফ রহমান হল ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্যকে (২৫) হত্যার প্রতিবাদে মধ্যরাতে ক্যাম্পাস এলাকা উত্তাল হয়ে উঠেছে।
মঙ্গলবার (১৩ মে) দিনগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ হত্যাকাণ্ডের প্রতিবাদে একাধিক মিছিল বের করে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।
দিনগত রাত ১টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) থেকে একটি মিছিল বের করে ছাত্রদল। মিছিলে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরসহ ছাত্রনেতারা রয়েছেন। এ সময় তাদের ‘ক্যাম্পাসে লাশ পড়ে, প্রশাসন কী করে’ স্লোগান দিতে দেখা যায়।
এছাড়া ঢাবি ভিসির বাসভবন ঘেরাও করতে মিছিল নিয়ে যেতে দেখা গেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) নেতাকর্মীদের।
মঙ্গলবার (১৩ মে) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে দুর্বৃত্তের ছুরিকাঘাতে নিহত হন ঢাবির শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৮-২০১৯ সেশনের শিক্ষার্থী এবং ছাত্রদলের স্যার এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার আলম সাম্য। তিনি এফ রহমান হলের ২২২ নম্বর রুমে থাকতেন। তার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
মঙ্গলবার (১৩ মে) দিনগত রাত ১২টার দিকে রক্তাক্ত অবস্থায় সাম্যকে ঢামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক।
জানা যায়, রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাবি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান মুক্ত মঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় অন্য একটি বাইকের সঙ্গে ধাক্কা লাগলে উভয়ের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যাযয়ে সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান পায়ে আঘাত করে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
এ হত্যাকাণ্ডে সরাসরি জড়িত দুইজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন রাজধানীর রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। তবে তাৎক্ষণিকভাবে আটক দুজনের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।
তিনি জানান, সোহরাওয়ার্দী উদ্যানের কালীমন্দিরের পাশে তিন যুবক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাম্যর ওপর হামলা করেন। এতে হামলাকারীরাও আহত হন। তারা একটি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখান থেকে দুইজনকে আটক করে। এ সময় পালিয়ে যান আরেক যুবক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। আটক দুইজনের পরিচয় ও বিস্তারিত পরে জানানো হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.