গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে জুয়ার আসরের সংবাদ সংগ্রহ করতে গিয়ে জুয়াড়ি ও তাদের সহযোগীদের হামলার শিকার হন দৈনিক আমার সংবাদ পত্রিকার সাদুল্লাপুর প্রতিনিধি জালাল উদ্দীন। এসময় তার কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় জুয়াড়িরা । মঙ্গলবার(১৩ মে) উপজেলার ইদিলপুর ইউনিয়নের ধারাই চতরা মেলায়, সন্ধ্যায় প্রতিবেদন তৈরির জন্য সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন তিনি ।
আহত জালাল উদ্দীন জানান, কয়েক দিন ধরে ধারাই চতরা মেলায়, এলাকায় কয়েক প্রভাবশালী জুয়াড়ি ছয়গুটির জমজমাট জুয়া চালিয়ে আসছিলো। এসময় ছবি তুলতে গেলে সাংবাদিকে বাধা দেয় দু’পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এবং আমার উপর হামলা চালায়। সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন খন্দকার জানান,খবর পাওয়া মাত্র ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত কাউকে ছাড় দেয়া হবেনা।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.