সংবাদের আলো ডেস্ক: জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ অজ্ঞাত ৮ জনের মরদেহের পরিচয় শনাক্তে সহায়তার আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।
আজ সোমবার (১২ মে) তথ্য অধিদফতরের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, জুলাই বিপ্লবের পর ৮১ বেওয়ারিশ মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজের মর্গ থেকে পোস্টমর্টেম শেষে রাজধানীর রায়েরবাজার বধ্যভূমি কবরস্থানে দাফন করা হয়। সেখানে আটজনের মরদেহ জুলাই বিপ্লবের শহীদদের বলে অনুসন্ধান করে নিশ্চিত হয় তদন্ত সংস্থা। মরদেহগুলোর পরিচয় শনাক্ত না হওয়ায় তদন্তের স্বার্থে পরিচয় উদ্ধার করা প্রয়োজন।
মরদেহগুলোর বয়স, শারীরিক বৈশিষ্ট্য, ধর্ম, পোশাক, আঘাতের ধরন, মরদেহ প্রাপ্তিস্থান বিষয়ক বর্ণনা তথ্য অধিদফতরের ওয়েবসাইটে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা এবং ঢাকার শাহবাগ থানায় দেয়া হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.