সুনামগঞ্জ প্রতিনিধি: ইসলামি আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন বিদ্যমান রাজনৈতিক দলগুলোর শুধু বড়লোকদের সুযোগ সুবিধা ও পুনর্বাসনের জন্য কাজ করছে কিন্তু ইসলামি আন্দোলন বাংলাদেশ গরীব দুঃখী মেহনতী মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছে। রবিবার বিকাল ( ১১) মে বিকাল ৪ ঘটিকায় জেলার পুরাতন বাসস্ট্যান্ডে ইসলামি আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার উদ্দোগে অনুষ্ঠিত গণসমাবেশে তিনি এসব কথা বলেন। ইসলামি আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সভাপতি মুফতি শহীদুল ইসলাম পলাশীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম আরো বলেন, ছাত্রজনতার গণবিপ্লবে সংঘটিত গণহত্যার বিচার দ্রুত করতে হবে।
দূর্নীতিবাজদের গ্রেফতার করে অনতিবিলম্বে শাস্তি নিশ্চিত করতে হবে। সুনামগঞ্জের শ্রমিকদের কথা বিবেচনা করে ফয়জুল করীম আরো বলেন, যাদুকাটা ও ধোপাজান নদী বৈধভাবে ইজারা দিয়ে শ্রমিকদের কর্মসংস্থান করে তাদের জীবন জীবিকার ব্যাবস্থা করে দিতে হবে। এছাড়াও ফিলিস্তিনে গণহত্যা বন্ধ, ভারতে ওয়াকফ আইন সংস্কারের নামে মুসলিম নির্মূলের চক্রান্তল, ইসলাম ও ধর্মবিরোধী নারীসংস্কার কমিশন বাতিলের জোড় দাবীও জানান মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলার সেক্রেটারী সোহেল আহমদের সঞ্চালনায় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাহমুদুল হাসান,জামায়াতে ইসলামি সুনামগঞ্জ জেলা অফিস সম্পাদক নুরুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি মাও মিজানুর রহমান, জুলাই ওয়ারিয়র্স সুনামগঞ্জের সভাপতি ফয়সাল আহমদ, গনঅধিকার সুনামগঞ্জের সহ সভাপতি আব্দুল বারী সিদ্দীকী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাজমুস সাকিব।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা সেক্রেটারি হাফিজ রফিকুল ইসলাম, জামালগঞ্জ উপজেলা সেক্রেটারি হাফিজ কামাল হোসাইন, ধর্মপাশা উপজেলা সেক্রেটারি মুফতি জুবায়ের আলম, দিরাই উপজেলা সভাপতি মাওঃ রফিকুল ইসলাম, সদর উপজেলা সভাপতি মাওঃ আব্দুস শহীদ, পৌর সভাপতি রহমতুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক রায়হান আহমদ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি ইব্রাহীম হাসনাত, শ্রমিক আন্দোলন জেলা সেক্রেটারি আব্দুর রশীদ প্রমুখ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.