উজ্জ্বল অধিকারী: গত জুলাই-আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করার বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। আগামী ২৪ ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের নিষিদ্ধকরণের বিষয়ে সরকারের স্পষ্ট অবস্থান না পাওয়া গেলে, উত্তরবঙ্গের প্রবেশদ্বার মহা-সড়ক ও যমুনা সেতু ব্লগের ঘোষণা দেন সিরাজগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা। শনিবার বিকেলে যমুনা সেতুর পশ্চিম পাড়ে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেওয়া হয়।
এসময় সিরাজগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের, অন্যতম সমন্বয়ক মুনতাসসির মেহেদী, ইমরান হোসেন, সিরাজগঞ্জ রেড জুলাইর সদস্যরা,সাধারণ ছাত্র জনতা উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.