আল আমিন স্বাধীন, মান্দা (নওগাঁ ) প্রতিনিধি: ‘মানসম্মত শিক্ষা নিশ্চিত করি, বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে নওগাঁর মান্দায় উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালন করা হয়েছে। এ উপলক্ষে বেলা ১০টার দিকে পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে পরিষদের হলরুমে উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল বাশার সামসুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু, সহকারী শিক্ষা কর্মকর্তা এডওয়ার্ড বিনোদ সরেন ও শফিকুল ইসলাম, উপজেলা রিসোর্স ইন্সট্রাক্টর নাজমুল হুদা, প্রধান শিক্ষক মামুনুর রশীদ ও ফিরোজ্জামান সেন্টু, সহকারী শিক্ষক আব্দুর রাজ্জাক প্রমুখ।
পরে চিত্রাঙ্কণ ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ী শিক্ষার্র্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.