আমানুল্লাহ আসিফ, শেরপুর প্রতিনিধি: শেরপুর জেলার ভৌগলিক নির্দেশক (জিআই) পণ্য তুলশী মালা চাল উৎপাদন বিষয়ে নালিতাবাড়ীতে কৃষকদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ৮ মে বৃহস্পতিবার বিকেলে উপজেলা হলরুম মেঘমালায় এই আয়োজন করে শেরপুর জেলা প্রশাসন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদের সভাপতিত্বে মতবিনিময় সভায় শেরপুর কৃষি ও সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার ববি, সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল ওয়াদুদসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও স্থানীয় ৪০ জন কৃষক উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় তুলশীমালা চাল উৎপাদন বিষয়ে সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও হরটেক্স ফাউন্ডেশনের মাধ্যমে এই চাল প্যাকেজিংসহ বিদেশে রপ্তানির বিষয়ে কৃষকদের ধারনা দেওয়া হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.