নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনার পুর্বধলা উপজেলার চন্দরা বিলের ধান ক্ষেত থেকে রুবেল মিয়া (২৭) নামের উপজেলা সেচ্ছাসেবক দলের এক নেতার লাশ উদ্ধার হয়েছে।
রুবেল মিয়া বুধি পূর্বপাড়া গ্রামের আবুল কাসেমের ছেলে।রুবেল পূর্বধলা উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য ছিলেন। আজ বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে স্থানীয়রা চন্দরা ও নওয়াপাড়া গ্রামের মাঝা মাঝি স্থানে চন্দরা বিলের পশ্চিম পাশের এক ধানক্ষেতে রক্তাক্ত অবস্থায় একটি লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে।
একই গ্রামের ছেলে সমবয়সী চাচা সুবির সরকার রাজ জানায়, রুবেল পেশায় একজন মোটরসাইকেল চালক ছিলেন। গতকাল বুধবার বিকেলে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হলে তার আর সন্ধান মেলেনি। নিখোঁজে সন্ধান চেয়ে ফেসবুকে একাধিক পোস্ট করা হয়েছিল। আজকে লাশের খবর পেলেও, মোটর সাইকেলটি পাওয়া যায়নি।
পুর্বধলা থানার ওসি তদন্ত মিন্টু দে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে, প্রাথমিকভাবে লাশ দেখে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যা। ময়নাতদন্তের পর বাকি বিষয় জানা যাবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.