নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুর উপজেলার ১৩৮ নং দক্ষিণ দীঘির জান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির পরেও জাতীয় পতাকা উরতে দেখা গেছে। তালাবদ্ধ বিদ্যালয়ের এমন চিত্রে দিন গড়িয়ে রাত নেমে এলে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয় এবং তারা স্থানীয় সাংবাদিকদের জানায়।স্থানীয় এক সাংবাদিক সন্ধ্যা সাড়ে ৭ টার সময় বিদ্যালয়ের সহকারী শিক্ষক পরিতোষ চন্দ্র মন্ডলের কাছে জাতীয় পতাকা না নামানোর কারন জানতে চাইলে ওই শিক্ষক তরিঘরি করে রাত ৮ টার পরে স্থানীয় লোকজনের সহায়তায় নামিয়ে নেয়। এতে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিদ্যালয়ের মোট শিক্ষক ৫ জন হলেও এদিন উপস্থিত ছিলেন মাত্র দুইজন সহকারী শিক্ষক।
এলাকাবাসীর অভিযোগ, মঙ্গলবার (৬ মে) স্কুল শুরু হওয়ার সময় জাতীয় পতাকা উত্তোলন করা হলেও সেটি আর নামানো হয়নি। বিদ্যালয় ছুটি হলে শিক্ষকরা তালা দিয়ে চলে যান। মঙ্গলবার রাত ৮ টা পর্যন্ত জাতীয় পতাকাটি উড়তে দেখে এলাকাবাসী। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক লীলা রানি রানি বেপারী জানান, আমি গতদিন উপজেলায় আমাদের মাসিক মিটিংয়ে ছিলাম এবং বিদ্যালয়ের প্রথম প্রান্তিক মূল্যায়ন পরিক্ষা ২০২৫ এর প্রশ্ন আনতে গিয়েছিলাম।বাড়িতে এসে শুনতে পাই বিদ্যালয়ে যে শিক্ষকরা ছিলেন তারা নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় পতাকা নামায় নাই। আমি ঘটনাটি শোনার সাথে সাথে বিদ্যালয়ের নিকটবর্তী শিক্ষকের মাধ্যমে পতাকাটি নামিয়ে ফেলি।এবিষয়ে আমি অনুতপ্ত এবং আমার শিক্ষকদের পক্ষ থেকে ক্ষমাপ্রার্থী।
এবিষয়ে বিদ্যালয়ের সভাপতি ও ক্লাস্টার শিক্ষা অফিসার এটিও মাসুম বিল্লাহ জানান,বিষয়টি আমি শুনেছি এবং ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে অফিসিয়াল জবাব চাওয়া হয়েছে। পরবর্তীতে বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হবে। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোসাঃ হেনায়ারা খানম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফজলে রাব্বির মোবাইলফোনে একাধিকবার কল করলেও তাহারা রিসিভ করেননি। এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মোস্তফা কামাল জানান,বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.