রাজেশ গৌড়, দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি: জুলাই-আগস্ট ২০২৪ ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে নেত্রকোনার দুর্গাপুরে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এক আনুষ্ঠানিক আয়োজনের মাধ্যমে এই কার্ড প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাফিউল ইসলাম তালুকদার। তিনি নিজ হাতে আহতদের মাঝে স্বাস্থ্য কার্ড বিতরণ করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তানজিরুল ইসলাম রায়হান, দুর্গাপুর সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক রাজেশ গৌড়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ লিন্টু সরকার প্রমুখ ৷
জানা গেছে, অনুষ্ঠানে মোট ১১ জন আহত ব্যক্তির হাতে সরকারি স্বাস্থ্য কার্ড তুলে দেওয়া হয়। এই কার্ডধারীরা সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র থেকে বিনামূল্যে চিকিৎসাসেবা পাবেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.