উজ্জ্বল অধিকারী: সিরাজগঞ্জের চৌহালীতে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে ১০ শিক্ষককে আটক করে থানা হাজতে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান। বুধবার (৭ মে) দুপুরে উপজেলার খাষকাউলিয়া সিদ্দিকীয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষা চলাকালে তাদের আটক করা হয়। আটক শিক্ষকরা হলেন- একই উপজেলার রফিকুল ইসলাম, শরিফুল ইসলাম, আব্দুল বাতেন, শফিকুল ইসলাম, আনোয়ার হোসেন, জাবের আলী, জাহাঙ্গীর আলম, মোস্তাক আহম্মেদ, আবুল কালাম ও আফজাল হোসাইন।
চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, পরীক্ষার্থীদের নকল সরবরাহের দায়ে ১০ জন শিক্ষককে থানা হাজতে রাখা হয়েছে। এ ঘটনায় কেন্দ্রসচিবকে বাদী করে মামলার প্রস্তুতি চলছে। এদিকে কেন্দ্র সচিব নুরুজ্জামানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোন সাড়া মেলেনি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.