নরসিংদী প্রতিনিধি: নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়নের শেখেরচর ফুলতলা গ্রামের মানিক মোল্লার ছেলে শুভ (২০) নামে'র যুবক অপহরণের পর দাবীকৃত ৬ লক্ষ টাকা দিতে না পারলে তাকে হত্যার পর পাশের একটি জঙ্গলে লুকিয়ে পালিয়ে যায় পরে স্থানীয়রা শুভর মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে শুভর মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান গত (৬মে) রোজ মঙ্গলবার রাতে শিলমান্দী ইউনিয়নের গণেরগাঁও ৬ নম্বর ব্রিজের রাস্তার পাশের জঙ্গলে মরদেহ দেখতে পায় পথচারীরা পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধার করা হয়।
সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়। পরিবার লোকজন জানান, অপহরণকারীরা মৃতের পরিবারের কে মুঠোফোনের মাধ্যমে ৬ লাখ টাকার চাঁদা দাবি করে। তাদের দাবীকৃত টাকা সময়মতো দিতে না পারলে তাঁরা তাকে হত্যার পর রাস্তার পাশের জঙ্গলে লুকিয়ে পালিয়ে যায় ধারণা করেন পুলিশ। যুবকের মৃত্যুতে এলাকায় বইছে শোকের মাতম। নিহত পরিবার দোষীদের গ্রেফতার করে আদালতে ফাঁসির দাবি জানান।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.