রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার পাইকপাড়ার ইউনিয়নের দক্ষিণ শারিস্তাবাদ গ্রামে ৬,মে ২০২৫ ইং তারিখ মঙ্গলবার অবৈধ ভাবে ভেকু দিয়ে কৃষি জমি কেঁটে মাটি বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নজরুল শরীফ (৩৪) ও আনোয়ার হোসেন (২৯) নামের ২ জন মাটি বহনকারী ট্রলী চালককে আটক করতে সক্ষম হয়, আর ভেকু চালক পালিয়ে যায় । অনেক খোঁজাখুঁজি করে ভেকু চালককে না পাওয়ায়, অন্য দুই চালক কে এক লাখ পঞ্চাঁশ হাজার টাকা জরিমানা করা হয় । এলাকা বাসী দৈনিক সংবাদের আলো পত্রিকার প্রতিনিধিকে জানান মাটি ব্যাবসায়ী সাহাদাত হোসেন প্রায় তিন মাস যাবত অবৈধ ভাবে ভেকু দিয়ে মাটি কেটে বিক্রি করে যেমনটি করিতেছে কৃষি জমি বিনষ্ট।
তেমনি করিতেছে এলাকার রাস্তা ঘাটের ব্যাপক ক্ষয়- ক্ষতি। আমরা ঐ অবৈধ মাটি ব্যবসায়ী এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাজৈর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহফুজুল হক জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, পাইকপাড়া ইউনিয়নে দক্ষিন শারিস্তাবাদ গ্রামে অবৈধ ভাবে ভেকু দিয়ে কৃষি জমি কেঁটে মাটি বিক্রি করিতেছে। তৎক্ষণাৎ আমি প্রশাসন সাথে নিয়ে ওখানে যাই এবং ভ্রাম্যমাণ আদালতের পরিচালনা করে নজরুল শরীফ ও আনোয়ার হোসেন নামের দুই মাটি বহনকারী ট্রলী চালককে আটক করতে সক্ষম হই, কিন্তু ভেকু চালককে আটক করতে পারেনি,সে দৌড়ে পালিয়েছে।
আমরা আইনের ধারা অনুযায়ী , উক্ত মাটি বিক্রেতা,ভেকু চালক, দুই ট্রলী চালককে দেড় লাখ টাকা জরিমানা করি এবং জরিমানার টাকা আদায় করে, আটক কৃত দুই জন ট্রলী চালককে ছেড়ে দেই।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.