সংবাদের আলো ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশ ছাড়া খবরে ক্ষোভ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ করে দেয়ার অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার (৮ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে তিনি বলেন, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেয়া হয়। শিরীন শারমিন চৌধুরীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয় বলেও অভিযোগ তুলেন তিনি।
এছাড়া দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি জানিয়ে আওয়ামী লীগের বিচার করা নিয়ে সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলেন হাসনাত। অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছে সে সম্পর্কেও জানতে চান হাসনাত আবদুল্লাহ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.