নুরুল ফেরদৌস, (লালমনিরহাট) প্রতিনিধি: লালমনিরহাটের কাকিনা মহিপুর রংপুর সড়কে বাস ট্রাক চলাচলের দাবিতে মানববন্ধন করেছে লালমনিরহাট জেলা মোটর মালিক সমিত ও যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটি। বুধবার (৭ মে) দুপুরে কাকিনা বাজার এলাকায় ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। তিস্তা নদীতে ১২১ কোটি টাকা ব্যয়ে ৮৫০ মিটার দৈর্ঘ্যের এ সেতুটি ২০১৮ সালের এপ্রিল চলাচলের জন্য খুলে দেওয়া হয়। ২০২৩ সালের ২৮মে রাতে হঠাৎ এ সেতু দিয়ে ভারি যানবাহন/ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। এতে ট্রাক মালিক ও চালকেরা অতিরিক্ত ব্যয়ের শঙ্কায় পড়ে। বুড়িমারী স্থলবন্দর হতে লালমনিরহাট জেলা দিয়ে দেশের অভ্যন্তরে পণ্য পাঠাতে প্রায় ৫৫ কিলোমিটার সড়ক বেশি গাড়ি/ট্রাক চালাতে হয়।
বুড়িমারী স্থলবন্দর হতে পণ্য পরিবহণে গাড়ির মালিক, চালক ও শ্রমিকরা এ সেতু পথ পূণরায় চালুর দাবিতে সড়ক মানববন্ধন করেন তারা। সড়কে গন পরিবহন না থাকায় স্কুল-কলেজগামী শিক্ষার্থী ও সাধারণ পথচারীরা মারাত্মক ভোগান্তির শিকার হচ্ছেন। এ সময় কালীগঞ্জ উপজেলা বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি সাবেক চেয়ারম্যান গোলাপ হোসেন, যাত্রী স্বার্থ সংরক্ষণ কমিটির আহবায়ক ও কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হুমায়ুন কবির বাবু বক্তব্য প্রদান করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে কাকিনা সড়কে বাস ট্রাক চলাচলের দাবী জানান, তাদের দাবী বাস্তবায়ন করা না হলে পরবর্তীতে কঠোর আন্দোলনের হুসিয়ারী দেন তারা।
এ ব্যাপরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, মানববন্ধনের কথা শুনেছি,বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষে জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.