সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধি: মাধবপুরে ড্রেজার মেশিন ব্যবহার করে অবৈধভাবে ফসলি জমি থেকে বালু উত্তোলনের দায়ে দুইজনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মাধবপুর উপজেলার আলাকপুর, হালুয়াপাড়া, চৌমুহনী রাবার ড্রাম ও রসুলপুর এলাকায় অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মুজিবুল ইসলাম।
অভিযানে মেহেদী হাসান ও সবুজ মিয়াকে ‘বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০’ এর ১৫(১) ধারা অনুযায়ী দেড় লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। একইসঙ্গে অবৈধভাবে ব্যবহৃত ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করা হয়
সহকারী কমিশনার (ভূমি) মুজিবুল ইসলাম জানান, অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান নিয়মিত চলবে। অভিযানে সেনাবাহিনী ও মাধবপুর থানার পুলিশের একটি দল সহায়তা করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.