সংবাদের আলো ডেস্ক: দেশের তরুণদের এআইসহ প্রযুক্তিগত প্রশিক্ষণ দেবে সরকার। তরুণদের দক্ষ করে গড়ে তোলার কাজ চলছে। সেই লক্ষ্যেই তাদের প্রযুক্তিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।
মঙ্গলবার (০৬ মে) রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
আগামী জুন-জুলাই থেকে এ প্রশিক্ষণ কর্মসূচি শুরু হতে পারে বলে জানিয়েছেন আসিফ মাহমুদ।
যুব উন্নয়ন অধিদপ্তর এই প্রশিক্ষণ দেবে জানিয়ে আসিফ মাহমুদ বলেন, দেশের তরুণ ও যুবসমাজকে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। পৃথিবীর সঙ্গে তাল মিলিয়ে তরুণরা যাতে নিজেদের তৈরি করতে পারে ঠিক সেভাবেই সামনে প্রশিক্ষণগুলো ডিজাইন করা হবে।
তিনি আরও বলেন, ‘আমরা প্রশিক্ষণগুলো এমনভাবে ডেভেলপ করব, তখন সবাই সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নিতে আসবে। প্রয়োজনে টাকা দিয়ে সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ নেবে আগ্রহীরা।’
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.