বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের থানচির জঙ্গলে চিংমা খেয়াং (২৯) নামে এক নারীর মরদেহ পাওয়া গেছে। স্থানীয়দের দাবি, তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ৫ মে সোমবার বিকালে উপজেলার তিন্দু ইউনিয়নের গহীন জঙ্গলে এ মরদেহ পাওয়া যায়। নিহত চিংমা খেয়াং (২৯) তিন্দু ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড মংখ্যং পাড়া এলাকার সন খেয়াংয়ের স্ত্রী।
স্থানীয়রা জানান, রবিবার সকালে তিনি জুম চাষের জন্য পার্শ্ববর্তী পাহাড়ে গিয়েছিলেন। দুপুর পেরিয়ে গেলেও বাড়িতে না ফেরায় পাড়ার লোকজন মিলে তাকে খুঁজতে বের হন। আজও খোঁজাখুঁজির একপর্যায়ে জঙ্গলে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন দেখতে পান তারা। সেই চিহ্ন অনুসরণ করে গিয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়ার চিহ্ন এবং চিংমা খেয়াংয়ের রক্তাক্ত মরদেহ দেখে ধারণা করা হচ্ছে, তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করা হয়েছে।
তিন্দু ইউনিয়নের চেয়ারম্যান ভাগ্যচন্দ্র ত্রিপুরা জানান, ঘটনাস্থলটি অত্যন্ত দুর্গম; সেখানে কোনো মোবাইল নেটওয়ার্ক নেই। ঘটনার কথা জানতে পেরে তিনি পুলিশকে অবহিত করেন এবং নিজেও পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাচ্ছেন। সেখান থেকে ফিরে বিস্তারিত জানাতে পারবেন বলে জানান তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন মজুমদার বলেন, ‘দুর্গম পাহাড়ি এলাকায় এক নারীর মরদেহ পাওয়া গেছে বলে শুনেছি এবং সেখানে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.