সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলি ইউনিয়নের হরিণাহাটি (ডুমুরমুছা পূর্বপাড়া) গ্রামে চাঁদা না দেওয়ায় বসত বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। এমনই কথা উল্লেখ করে সোমবার (৫ মে) সকালে সিরাজগঞ্জ সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন মোছা. হাফিজা খাতুন নামে এক নারী। অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এর আগে রোববার (৪ মে) গভীররাতে একদল দুর্বৃত্ত চাঁদা না পেয়ে তার বাবার বসত বাড়িতে আগুন দেয় বলেও লিখিত অভিযোগে উল্লেখ করেছেন ওই হাফিজা খাতুন। হাফিজা সদর থানার বড় হামকুড়িয়া গ্রামের আব্দুল হামিদের মেয়ে।
তিনি লিখিত অভিযোগে উল্লেখ করেন, গত ২ মে আনুমানিক রাত ৯টার দিকে হরিণাহাটি (ডুমুরমুছা পূর্বপাড়া) গ্রামের মৃত খোদাবক্স এর ছেলে মো. মোজদার (৫৫), মো. বুদ্ধ (৪৩), মো. সাইফুল (৩৭), মো. আমজাদ (৫৭), মো. হায়দার (৪০), মো. গোলাম মোস্তফা (৩৫), সাইফুলের ছেলে মো. বাবু ও মো. বাজু আমজাদের ছেলে মো. শফিক (৩০) এবং বহুতি চারা বটতলা গ্রামের মৃত. শাজাহানের ছেলে মো. রহমত তার বাবাকে হত্যার হুমকি দেয় এবং তার বাবাকে এক পেয়ে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে এবং মারপিট করে ওই বসত বাড়ি থেকে টেনে হেঁচড়ে বাড়ি ত্থেকে বের করে তাড়িয়ে দেয়। এবং এই দাবিকৃত চাঁদা দিতে না পারাতেই এই আগুন দেওয়া হয়েছে বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
আগুনে তার বাবার ঘরের ট্রাংকের ভিতরে রক্ষিত জমি জমার দলিলাদি, নগদ ৭০ হাজার টাকা ও জামাকাপড়সহ বিভিন্ন জিনিসপত্র পুড়ে গেছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এব্যাপারে ঘটনাস্থল থেকে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) প্রনয় কুমার প্রামাণিক বলেন, এঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। সেই অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.