নরসিংদী প্রতিনিধি: ঘটনাটি ঘটেছে নরসিংদীর শিবপুরে। মাদকের টাকা না পেয়ে নিজের জন্মদাত্রী মাকে পিটিয়ে হত্যা করেছে ছেলে। গত শনিবার ৩রা মে গভীর রাতে শিবপুর উপজেলার বইলাব গ্রামে ঘটনাটি ঘটে। পাষণ্ড ছেলের নাম জাবের হোসেন, বয়স ২৮ বছর পিতা নুরুল হক মাস্টার। পারিবারিক সূত্রে জানা যায় ঘটনার দিন রাতে তার মা শামসুন্নাহার এর নিকট হইতে মাদক সেবনের জন্য টাকা চাইলে শামসুন্নাহার টাকা দিতে অপারগতা প্রকাশ করে। টাকা না পেয়ে ছেলে তার মাকে নির্মমভাবে পিটিয়ে জখম করে। ঘটনাস্থলেই তার মা শামসুন্নাহার মারা যায়। এলাকাবাসী থানায় খবর দিলে শিবপুর থানা থেকে পুলিশ ঘটনাস্থলে আসে।
পরে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে মর্গে প্রেরণ করে। এ বিষয়ে শিবপুর মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, হত্যাকারী জাবেদ তিন মাস রিহাব মেন্টার থেকে আসার পর আবার মাদকে জড়িয়ে পরে। পরে তার মা বিষয় টা বুঝতে পেরে তার ছেলে জাবের কে ঘরে আটকে রাখে। সে ঘরের দরজা খুলার জন্য তার মায়ের কাছে আকুতি মিনতি করে। ফজরের নামাজের অজু করতে বের হলে ছেলের আকুতিতে মা আবেগ তাড়িত হয়ে দরজা খুলে দেয়। তিনি আরো জানায়, ওই সময় জাবের ঘর থেকে বের হয়ে ই তার মা কে দরজার হাতলের সাথে প্রচন্ড আঘাত করে। একপর্যায়ে রক্তাক্ত হয়ে মা শামসুন্নাহার মৃত্যুর কোলে ঢলে পরে। এ ঘটনায় জাবের হোসেন কে আটক করে মডেল থানা পুলিশ।
প্রাথমিক জিজ্ঞেসাবাদে জাবের হত্যার কথা স্বিকার করে। এই সংক্রান্তে মৃত শামসুন্নাহার এর সৎ ছেলে খলিলুল্লাহ বাদী হয়ে শিবপুর মডেল থানায় ৩(০৫)২৫ ধারা ৩০২/৩৪ পেনাল কোড এ মামলা করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.