গাইবান্ধা প্রতিনিধি: পরীক্ষার কেন্দ্র পরিবর্তনের দাবিতে গাইবান্ধার ধাপেরহাট মনিকৃষ্ণ সেন মহাবিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার দুপুরে ধাপেরহাট বন্দরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে এইচএসসি পরিক্ষার্থীরা। এই কলেজের শিক্ষার্থীরা বর্তমানে পীরগঞ্জ চতরা ডিগ্ৰী কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়। চতরা ধাপেরহাট থেকে অনেক দুরে। পাশাপাশি ধাপেরহাটে যেহেতু শাহ আজগর আলী ডিগ্রি কলেজেও উচ্চ মাধ্যমিক পরীক্ষা অনুষ্ঠিত হয় ।
তাই শিক্ষার্থীদের সমস্ত সুযোগ সুবিধার কথা বিবেচনা করে অত্র কলেজের শিক্ষার্থীরা যাতে শাহ আজগর আলী ডিগ্রি কলেজ কেন্দ্রে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে পারে, সে কারণেই শিক্ষার্তীরা এই মানববন্ধন ও বিক্ষোভের মাধ্যমে কলেজ কর্তৃপক্ষের নিকট এই দাবিটি জানিয়েছেন। মানব বন্ধন শেষে বিক্ষোভ মিছিলটি ধাপেরহাট বন্দরের রংপুর - বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ করে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.