নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের শিক্ষা সমৃদ্ধ নাজিরপুর উপজেলা আজ বখাটেদের উৎপাতের কারণে ক্রমেই অসহায় হয়ে পড়ছে। স্কুল-কলেজ চলাকালীন সময়ে এবং ছুটির পরে ছাত্রীদের লক্ষ্য করে বখাটেরা করছে প্রেমের প্রস্তাব, অশালীন মন্তব্য আর নানা রকম হুমকি। এদের অনেকেই মাদকাসক্ত ও বেপরোয়া। নাজিরপুরে রয়েছে ৫৭টি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান, ১৩টি মাদ্রাসা এবং ১০টি কলেজ। প্রতি বছর এখানকার শত শত শিক্ষার্থী দেশের শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হয়ে সাফল্যের স্বাক্ষর রাখে। অথচ সাম্প্রতিক সময়ে বখাটেদের লাগামহীন দৌরাত্ম্যে সেই স্বপ্ন আজ ধূলিসাৎ হতে বসেছে।
ছাত্রীরা বলছে, তারা প্রতিদিন সকালে ও দুপুরে স্কুল-কলেজে যাওয়া-আসার পথে হয়রানির শিকার হচ্ছে। বখাটেরা প্রথমে প্রেমের প্রস্তাব দেয়, প্রত্যাখ্যান করলে চলে হুমকি-ধামকি। এতে ভয়ে অনেকেই লেখাপড়া ছেড়ে দিতে বাধ্য হচ্ছে। সরেজমিনে দেখা গেছে, উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের সামনে কিশোর গ্যাংয়ের ছোট ছোট দল বসে আড্ডা দিচ্ছে। বিশেষ করে চলমান এসএসসি পরীক্ষাকে কেন্দ্র করে এদের দৌরাত্ম্য দ্বিগুণ বেড়ে গেছে। একাধিক প্রতিষ্ঠানের প্রধানরা জানান, তারা কেবল প্রতিষ্ঠান প্রাঙ্গণের নিরাপত্তা নিশ্চিত করতে পারেন।
বাহিরের পরিবেশ নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর ভূমিকা জরুরি। গত ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে "বখাটেদের উৎপাতে অতিষ্ঠ শিক্ষার্থী ও অভিভাবকরা" শিরোনামে দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।উৎপাত বন্ধে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ না হলে নাজিরপুরের শিক্ষা পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে বলে আশঙ্কা অভিভাবকদের। এ বিষয়ে নাজিরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মাহামুদ আল ফরিদ ভুঁইয়া বলেন; আমাদের নিয়মিত কার্যক্রম চলমান আছে।
স্কুল টাইমে আমাদের টহল রয়েছে । প্রতিষ্ঠান প্রধান থেকে কোন অভিযোগ আমাদেরকে করেনি।প্রতিষ্ঠান প্রধানরা আমাদেরকে অভিযোগ করলে আমরা অবশ্যই আরো কঠোর ব্যাবস্থা গ্রহণ করবো। এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলে রাব্বি বলেন;আমরা ইতোমধ্যে বখাটেদের একটি তালিকা করেছি। প্রতিটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে তালিকা তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। খুব শিগগিরই কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.