গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জের কাটাখালি ব্রীজের দক্ষিণ পাশে ঢাকা- রংপুর মহাসড়কের উপর হাওয়াখানা নামক স্থানে আজ রোববার দুপুরে এক সড়ক দুঘর্টনায় মোরশেদা বেগম (৪০)নামে এক নারী নিহত হয়েছে।
নিহত মোরশেদা বেগম উপজেলার তালুককানুপর ইউনিয়নরর সুন্দইল গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী। স্থানীয়রা জানায়, নিহত মোরশেদা বেগম অটোভ্যান যোগে তাহার স্বামীসহ বাড়ী হতে গোবিন্দগঞ্জ আসার পথে গোবিন্দগঞ্জ থানাধীন কাটাখালি ব্রীজের দক্ষিণ পাশে ঢাকা- রংপুর মহাসড়কের উপর হাওয়াখানা নামক স্থানে পৌঁছামাত্র বিপরীত দিক থেকে দ্রুত গতিতে আসা অজ্ঞাতনামা ট্রাক্টরের সাথে স্বজরে ধাক্কা লাগিয়া অটো ভ্যান হইতে পড়িয়া গিয়া এমপি থ্রী ট্রাক্টরের চাকার নিচে পিষ্ট হইয়া ঘটনাস্থলে নিহত হয়।
এ খবর পেয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে আসিয়া প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করেন। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন এ দুঘর্টনার বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.