গোপালগঞ্জ প্রতিনিধি: লাখ টাকার বিনিময়ে রফাদফা হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। গোপালগঞ্জে এক মুদিদোকানিকে গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করে এলাকাবাসী। শনিবার গোপালগঞ্জে এক স্কুলছাত্রীকে হাত ধরে দোকানে নিয়ে গিয়ে খাবারসহ অর্থের প্রস্তাব মুদিদোকানদার। ঘটনা জানাজানি হলে মুদি দোকানিকে গনধোলাই দিয়ে পুলিশে দেয় স্থানীয় জনতা। গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার রাজপাট চৌরাস্তা এলাকায় মুদি দোকানদার জাহিদুল ইসলাম দির্ঘদিন ধরে ব্যবসা করে আসছে। তিনি পুর্বেও একই ঘটনা ঘটিয়ে অর্থের প্রভাব খাটিয়ে পার পেয়ে যায়।
এবারও অর্থের প্রভাব খাটিয়া পার পেয়ে যাবেন বলেও শনিবার মন্তব্য করেন এলাকার একাধিক ব্যাক্তি। শনিবার বিকালে একই এলাকার ভ্যান চালকের মেয়ে তৃতীয় শ্রেনীর এক স্কুল ছাত্রী রাজপাট চৌরাস্তা বাজার এলাকায় ছামুছা কিনতে যায়। মুদি দোকানদার তাকে একা পেয়ে আবহাওয়া ভালো না থাকায় দোকানের ভিতর নিয়ে গিয়ে খাবার ও অর্থের লোভ দিয়ে প্রায় ১০ মিনিট সময় ব্যায় করে। ঘটনাটি এলাকায় জানাজানি হলে সাধারণ জনতা মুদি দোকানদারকে গণপিটুনি দিয়ে আটক করে। রাত ৯ টা ৩০ দিকে খবর দিয়ে থানা পুলিশে হস্তান্তর করে। পরে রাত ৩ টার দিকে চেয়ারম্যানদের জিম্মায় এলাকায় সালিশ বৈঠক করে মিমাংসা করে দেওয়ার শর্তে ছেড়ে দেওয়া হয়।
এ বিষয়ে ভ্যান চালকের মেয়ে তৃতীয় শ্রেনীর ঐ স্কুল ছাত্রী জানিয়েছিল আমি বাজারে ছামুচা কিনতে গিয়ে ছিলাম। যাওয়ার সময় আমাকে মুদিদোকানদার আমাকে ডাকদিলে আমি চলে যাই। ছামুচা কিনে আসার সময় তিনি আমার হাত ধরে দোকানের মধ্যে নিয়ে গিয়ে খাবার ও টাকা সাধে এরই মধ্যে ১০ মিনিট সময় কেটে যায়। পরে বিষয়টি জানাজানি হলে মানুষ তাকে মারপিট করে। পরে রাতে রাজপাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন ও মাহমুদ ইউনিয়নের চেয়ারম্যান মিরাজ হোসেন এবং নওশের আলী মোল্লা এলাকায় শালিস বৈঠক করে মিমাংসা করে দিবে বলে জানান,মেয়ের বাবা ভ্যান চালক ইকরাম শেখ।
এ বিষয়ে সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন জানান,এ বিষয়ে আমি কিছুই জানিনা। মিরাজ হোসেন চেয়ারম্যানকে বারবার মোবাইলে ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেনি। এ বিষয়ে নওশের আলী মোল্লার সাথে বারবার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজ উদ্দিন জানান এঘটনায় কোন অভিযোগ না পাওয়া মামলা নেওয়া সম্ভব হয়নি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.