সরিষাবাড়ী ( জামালপুর) প্রতিনিধি: গ্রামের শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, মেধা বিকাশ, ও নৈতিক উন্নয়নের লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার দিনব্যাপী জামালপুরের সরিষাবাড়ীর দিগপাইত সান সাইন ল্যাবরেটরি স্কুল মাঠে এ প্রতিযোগীতার আয়োজন করা হয়। এতে "Smart phone makes us stupid" ও "নৈতিক শিক্ষার প্রসারই পারে সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করতে" এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের সমন্নয়ে ৪ টি দল প্রতিযোগিতায় অংশ নেয়। আয়োজকরা জানান,বিতর্কের মাধ্যমে শিক্ষার্থীরা যুক্তি-প্রমাণের ভিত্তিতে মত প্রকাশে দক্ষ হয়ে উঠছে, যা ভবিষ্যতের নেতৃত্ব বিকাশে সহায়ক হবে। একজন ভালো নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য অপরিহার্য। প্রথম প্রতিযোগীতায় বিপক্ষ ও দ্বিতীয় প্রতিযোগীতায় পক্ষ বিজয়ী হয়। পরে বিজয়ী দলের মধ্যে পুরস্কার তুলে দেন আগত অতিথি ও শিক্ষকরা।
এসময় হাজারো শিক্ষার্থী ও অভিভাবক ও নানান পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন। শান সাইন ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষক আব্দুল মান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, রহিমা মোজাফফর আইডিয়াল গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি মাসুমা আরমিন মিতু, দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক,সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ ফরিদ, সান শাহিন স্কুলের সভাপতি হাফিজুর রহমানসহ আরো অনেকেই।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.