সংবাদের আলো ডেস্ক: চট্টগ্রামে একদিন দেশের সবচেয়ে বড় ক্যান্সার হাসপাতাল গড়ে উঠবে। এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, কারও যদি ক্যান্সার হয়, সেটি পুরো পরিবারকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। অর্থনৈতিকভাবে বিপর্যস্ত করে ফেলে, পরিবারে আর কোনো সুখ অবশিষ্ট থাকে না।
শনিবার চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ‘ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার’-এর মালেকা খাতুন অনকোলজি ওয়ার্ডের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতাল পরিচালনা পরিষদের সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন এবং সঞ্চালনা করেন যুগ্ম সম্পাদক জাহিদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, দৈনিক পূর্বকোণের সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের সাবেক সভাপতি আমীর হুমায়ূন মাহমুদ চৌধুরী, সাবেক লায়ন গভর্নর কামরুন মালেক, লায়ন রুপম কিশোর বড়ুয়া এবং দৈনিক আজাদীর নির্বাহী সম্পাদক ওয়াহিদ মালেক।
স্বাগত বক্তব্য রাখেন মা ও শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক রেজাউল করিম আজাদ। ক্যান্সার ইনস্টিটিউটের সার্বিক দিক উপস্থাপন করেন ডা. শেফাতুজ্জাহান।
আমীর খসরু বলেন, "এখন সুবিধা হয়েছে। আগে ক্যান্সার হলে চিকিৎসা পাওয়ার সুযোগ ছিল না। কিন্তু এখন সময়মতো চিকিৎসা নিলে রোগ পুরোপুরি না হোক, নিয়ন্ত্রণে রাখা সম্ভব।" তিনি বলেন, "আজ চট্টগ্রামে যে উদ্যোগ নেওয়া হয়েছে, তা একটি বড় এবং গুরুত্বপূর্ণ কর্মযজ্ঞ। আমি নিশ্চিত, এই উদ্যোগ একদিন দেশের মধ্যে অন্যতম বৃহৎ ক্যান্সার হাসপাতাল হিসেবে গড়ে উঠবে।"
তিনি আরও বলেন, "ইচ্ছা এবং নিবেদিতপ্রাণ উদ্যোগ থাকলে বড় কিছু সম্ভব। বিশ্বের অনেক দেশেই ব্যক্তিগত উদ্যোগ থেকে বড় বড় স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান গড়ে উঠেছে।"
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.