গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিয়ের মেহেদীর রং না শুকাতেই শ্বশুর বাড়ী বেড়াতে গিয়ে লাশ হয়ে ফিরলো জামাই। কামারদহ ইউনিয়নের রসুলপুর গ্রামের তোফাজ্জলের ছেলে জিহাদকে হত্যাকে হত্যার অভিযোগ পরিবারের।
শুক্রবার রাতে উপজেলার কোচাশহর ইউনিয়নের মোকন্দপুর গ্রামের সাহেব মিয়ার বাড়ী থেকে জিহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটার পর থেকে জিহাদ মিয়ার শ্বশুর, শ্বাসুরী সহ বাড়ীর লোকজন পলাতক রয়েছে। এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার এস,আই তাহসিন জানান,এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.