আখতার হোসেন খান, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা সদরে স্বাধীন কমপ্লেক্সে শনিবার (৩ মে ) বৈশাখী বৈকালের দ্বিতীয় সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়। অধ্যাপক ও সাংবাদিক আখতার হোসেন খানের সভাপতিত্বে এবং হারুন অর রশিদের সঞ্চালনায় অতিথি ছিলেন, অধ্যাপক মির্জা মহীউদ্দীন আহমেদ, বিশিষ্ট শিক্ষাবিদ খায়রুজ্জামান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা কবি হামিদুল আলতাফ, অধ্যাপক জহুরুল ইসলাম বুলবুল, অধ্যক্ষ আব্দুস সাত্তার, কবি সাইফুল ইসলাম, অধ্যাপক এমএ বাছেদ, ছড়াকার মামুন তরফদার, হায়দার খালিদ রাজু, কবি আঞ্জুয়ারা ময়না।
স্বরচিত কবিতা পাঠ করেন, এমকে হাতেম, রাসেল খান, কবি লিমা রহমান, হালিমা খাতুন আনোয়ার হোসেনসহ একঝাঁক কবি। সাহিত্যের দ্বিতীয় আড্ডা আগামী ১ মে বৃহস্পতিবার বিকেল ৩.৩০ মিনিটে। আসর থেকে কবিদের আমন্ত্রণ জানানো হয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.