স্টাফ রিপোর্টার: যশোরের শার্শা উপজেলা প্রশাসনের উদ্যোগে ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এঁর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর ওয়ান যশোর রোড এর শীর্ষক মনুমেন্ট শুভ উদ্বোধন করেন,বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার।
(২ মে শুক্রবার) বিকাল ৪ টার সময় শার্শা উপজেলায় ঐতিহাসিক যশোর রোড নিয়ে কবি অ্যালেন গিন্সবার্গ এঁর বিখ্যাত কবিতা সেপ্টেম্বর ওয়ান যশোর রোড এর
শীর্ষক মনুমেন্ট শুভ উদ্বোধন করেন, বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। উদ্বোধন শেষে,বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর ও বেনপোল ইমিগ্রেশন চেকপোস্ট পরিদর্শনের উদ্দেশ্যে যান,সেখানে পৌঁছালে তাকে বেনাপোল স্থলবন্দর এর ট্রাফিক পরিচালক শামিম হোসেন ও উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান সহ বিভিন্ন কর্মকর্তারা ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। পরে বেনাপোল স্থলবন্দর এর কার্গো ভ্যাহিক্যাল টার্মিনাল ঘুরে ঘুরে দেখেন। এবং স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক বিষয় নিয়ে খোঁজখবর নেন।
এসময় বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার সাথে উপস্থিত ছিলেন,শার্শা উপজেলা নির্বাহী অফিসার ডাঃ কাজী নাজিব হাসান, উপজেলা ভূমি অফিসার মোঃ শওকত মেহেদী সেতু,বাংলাদেশ ট্রাফিক পরিচালক ও বেনাপোল স্থলবন্দরের পরিচালক মোঃ শামিম হোসেন,বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ মোঃ রাসেল মিয়া,বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ শার্শা উপজেলা প্রশাসনের সকল অঙ্গসংগঠনের কর্মকর্তা বৃন্দ।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.