সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর গলাচিপায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১১ ব্যবসায়ীকে আর্থিক সহায়তা প্রদান করলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য হাসান মামুন। বুধবার সন্ধ্যায় শহরের কলেজ পাড়ায় উপস্থিত থেকে তিনি এ সহায়তা প্রদান করেন।
গত ১২ এপ্রিল ভোর রাতে গলাচিপা সরকারি কলেজের পূর্ব পাশের মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১১টি দোকান পুড়ে যায়। আর্থিক সহায়তা প্রদানকালে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার হাওলাদার, সহসভাপতি আব্দুস সালাম মৃধা, পৌর বিএনপির সভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিয়াউর রহমান জিয়াসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.