আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি: "শ্রমিক মালিক এক হবে, গড়বো এ দেশ নতুন করে"- এই প্রতিপাদ্যকে সামনে রেখে পূর্বধলা উপজেলা প্রশাসনের আয়োজনে আজ পালিত হলো মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস ২০২৫। পূর্বধলা শ্রমিক ইউনিয়ন অফিসের সামনে থেকে বেলা ১২টায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়, যাতে অংশ নেন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রেজওয়ানা কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি নাজনীন আখতার, পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ নূরুল আলম, উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি আবু তাহের ফকির, সাধারণ সম্পাদক ফজলুল হক তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া, সহ-সভাপতি আব্দুস ছালাম,উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক কাজী মুমিনুল ইসলাম মুন্না প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, শ্রমিকের অধিকার নিশ্চিত না করে টেকসই উন্নয়ন সম্ভব নয়। পাশাপাশি নিরাপদ কর্মপরিবেশ তৈরিতে সকল মালিক পক্ষ ও প্রশাসনকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.