রামগড় প্রতিনিধি: "শ্রমিক - মালিক এক হয়ে গড়বো এদেশ নতুন করে " শ্লোগানকে সামনে রেখে,খাগড়াছড়ি রামগড়ে মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল এর উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১ মে) সকালে র্যালিটি রামগড় পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট অতিক্রম করে রামগড় লেক সংলগ্ন ভাস্কর্যের সামনে র্যালি শেষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি আলী হোসেনের সভাপতিত্বে,এসময় সভায় উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সহ --সভাপতি হাফেজ আহমেদ ভুইয়া, রামগড় উপজেলা বিএনপির সভাপতি মোঃ ইব্রাহিম খলিল, পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেফায়েত মোর্শেদ ভুইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিন উদ্দিন হারুন -সহ উপজেলা বিএনপি,পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন, মে দিবস হচ্ছে শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের প্রতীক।
যেখানে শ্রমিকের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ ও মর্যাদা নিশ্চিত করা হয়। তারা আরও বলেন, দেশের শ্রমজীবী মানুষ আজ নানা বঞ্চনার শিকার। তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় সমাজব্যবস্থার বিকল্প নেই।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.