সংবাদের আলো ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ীতে আব্দুন নূর নামে এক সাংবাদিক নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬২ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে। মামলাটি গ্রহণ শেষে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যাত্রাবাড়ী থানা পুলিশকে প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম মিজবাউর রহমান মঙ্গলবার ( ২৯ এপ্রিল) এই আদেশ দেন। আদালতে ভিকটিম আব্দুন নূরের বাবা হাফেজ আবুল বাশার বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় উল্লেখ্যযোগ্য আসামিরা হলেন— সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, আনিসুল হক, হাসান মাহমুদ, শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক ডিএমপি ডিবি প্রধান হারুন-অর-রশিদ, সাবেক অতিরিক্ত যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
এ বিষয়ে মামলার বাদী আবুল বাশার গণমাধ্যমকে বলেন, আব্দুন নূর ময়মনসিংহের গফরগাঁও এলাকায় অভিযান নিউজ নামের একটি পত্রিকার সাংবাদিক ছিলেন। আন্দোলনের সময় ১ আগস্ট তিনি ঢাকায় আসেন এবং যাত্রাবাড়ীতে ৫ আগস্ট গুলিতে মারা যান।
মামলার অভিযোগ থেকে জানা গেছে, গত ৫ আগস্ট দুপুর ১২টায় রাজধানীর যাত্রাবাড়ী থানার সামনে ছাত্র-জনতার আন্দোলনে আব্দুন নূরও ছিলেন। আন্দোলনকারীদের ওপর পুলিশ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা ও গুলি চালালে মাথায় গুলি লাগে আব্দুন নূরের। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.