নিজস্ব প্রতিবেদক: শিক্ষার গুণগত মান উন্নয়নের লক্ষ্যে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা পরিষদের সমন্বয়ে (বুধবার, ৩০ এপ্রিল বেলা ১১টায়) সীতাকুণ্ডের ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মতবিনময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব ও চেয়ারপার্সনের উপদেষ্টা আসলাম চৌধুরী এফসিএ।
তিনি বলেছেন, শিক্ষার্থীদের কাছ থেকে ভাল ফলাফল পেতে হলে অবশ্যই ছাত্র-শিক্ষক ও অভিভাগদের মধ্যে একটি মেলবন্ধন থাকা জরুরী। এসময় আসলাম চৌধুরী বলেন, অভিভাকরা সন্তানদের কেবল বিদ্যালয়ে পাঠিয়ে দায় সারলে হবেনা বরং তার প্রিয় সন্তান ক্লাসে যথা সময়ে উপস্থিত হয়েছে কি-না কিংবা বিদ্যালয়ের নিয়মিত পাঠ সম্পাদন করেছে কি-না এ বিষয়ে নজরদারি রাখতে হবে। একই সাথে শিক্ষকদেরকেও ছাত্র-ছাত্রীদের সার্বিক বিষয়ে তাদের পিতা-মাতাকে অবিহত করা জরুরী। এর ফলে শিক্ষার্থীরা তাদের শিক্ষক ও অভিভাবকদেরকে সমান গুরুত্ব দিয়ে যথাযথ পাঠদান সম্পন্ন করবে। আর এটি সম্ভব হলে একজন শিক্ষার্থী তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছাবে।
মতবিনিময় সভা শেষে আসলাম চৌধুরী এফসিএ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভায় মিলিত হন। পরিচালনা পরিষদের সভাপতি হিসেবে তিনি এতে সভাপতিত্ব করেন।
সভায় পরিষদের সদস্যবৃন্দ ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ উপস্থিত ছিলেন। এসময় আসলাম চৌধুরী বলেন, নবম শ্রেণীতে ওঠার আগেই শিক্ষার্থীদের মান উন্নয়নে যথাযথ ব্যবস্থা নিতে হবে। যাতে নবম-দশম কিংবা এসএসসিতে উত্তির্ণ হতে একজন শিক্ষার্থীকৈ বেগ পেতে না হয়।
মতবিনিময় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্টু কুমার সিংহ। শিক্ষক মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল আলম জহুর, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ মুরসালিন।
উপস্থিত ছিলেন সাদেক মাস্তান উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু জাফর সাদেক, ভাটেরখীল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন ভুঁইয়া, পৌরসভা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোজাহের উদ্দিন আশরাফ, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু, সাবেক ছাত্র নেতা আজমল হোসেন হিরু প্রমুখ।
সভা শেষে ক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.