ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অর্নাস পড়ুয়া নাসরিন সুলতানা সনিয়া (২২) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। উপজেলার পৌর শহরের চরহোসেনপুর এলাকায় এ ঘটনা ঘটে৷
নিহত সনিয়ার বাড়ি উপজেলার মাইজবাগ ইউনিয়নের রাউলের-চর গ্রামে। সে ওই গ্রামের (বিডিআর) নুরুল ইসলামের মেয়ে। সনিয়া কিশোরগঞ্জ মহিলা কলেজের অনার্স পড়ুয়া শিক্ষার্থী ছিল। আজ বুধবার (৩০ এপ্রিল) দুপুরে সনিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। সনিয়ার তার পরিবারের সাথে পৌর শহরের চরহোসেনপুর এলাকায় ভাড়া বাসায় বসবাস করতো।
সনিয়ার মা শাহানা বেগম বলেন, 'আমি নিজ হাতে সনিয়াকে রাতের খাবার খাইয়্যে দিই। রাত ১১টার দিকে সনিয়ার রুমের দরজায় একবার নক করি। তখন ভেতর থেকে দরজা লাগানো ছিল। মেয়ের সাড়াশব্দ না পেয়ে সনিয়া ঘুমিয়ে গেছে ভেবে আমিও ঘুমিয়ে পড়ি। তিনি আরও বলেন, 'আমার মেয়ে সাধারণত সকাল ৯-১০ টার দিকে ঘুম থেকে উঠে। কিন্তু সকাল সাড়ে ১০ টা বেজে গেলেও সনিয়া ঘুম থেকে না উঠায় তার রুমে ডাকাডাকি করি। আমার মেয়ের কোন সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয়। পরে ছেলে রামীমকে নিয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখি আমার মা আর নেই। এই বলে তিনি কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনায় সনিয়ার পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুর রহমান বলেন, 'খবর পেয়ে ঘটনাস্থে গিয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করা হয়েছে। ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠাতে লাশ থানায় নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.