লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে কালবৈশাখী ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার বাড়িঘর ও মসজিদ পরিদর্শন করেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
আজ বুধবার (৩০ শে এপ্রিল) জেলার কালীগঞ্জ উপজেলার তিস্তার চর অধ্যুসিত ভোটমারী ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বাড়িঘর ও মসজিদ পরিদর্শন করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী ও লালমনিরহাট -২ আসনের মনোনীত এমপি প্রার্থী এ্যাড ফিরোজ হায়দার লাভলু এবং উপজেলা ও ইউনিয়ন জামায়াত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ক্ষতিগ্রস্হ পরিবারের উদ্দেশ্যে মাওলানা আব্দুল হালিম বলেন, ❝ক্ষতিগ্রস্ত ও দুঃখী মানুষের পাশে দাঁড়ানো একটি মৌলিক কাজ, এবং মৌলিক ইবাদতের অংশ। সলাত, সিয়াম পালন করা ফরজ কাজ কিন্তু দুঃখ দূর্দশার সময় পালিয়ে থাকলে ইবাদতের দায়িত্ব পালন হবে না। বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি দল, যে দল এই দেশে ইসলামের বিধান কায়েমের মধ্য দিয়ে মানুষের মধ্যে সাম্য, সমতা, ন্যায়বিচার নিশ্চিত করতে চায়। রাজনীতি মানুষের জন্য, নিজেদের উপার্জনের জন্য রাজনীতি নয়। জামায়াতে ইসলামীর নেতারা নিজেদের উপার্জন থেকে জনগণের জন্য ব্যয় করে।❞
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন সম্পর্কে তিনি বলেন, তিস্তা মহাপরিকল্পনা সম্পর্কে আমীরে জামায়াত অবহিত আছেন। তিস্তা পাড়ের মানুষের উন্নয়নের লক্ষ্যে যা করা দরকার, জামায়াতে ইসলামী সাধ্যমত সেই ব্যবস্হা করবেন।
ভোটমারী ইউনিয়নে নিহত ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী জান্নাতীর বাবার সঙ্গে তিনি সাক্ষাৎ করেন এবং বলেন, জান্নাতীর হত্যার সঙ্গে যাঁরা জড়িত তাদের ন্যায়সঙ্গত ও সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে। ইতোমধ্যে আমীরে জামায়াত জান্নাতীর পরিবারকে আর্থিক সহযোগিতা দিয়েছেন ও পাশে থাকার আশ্বস্ত করেছেন।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.