উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ব্যক্তি মালিকানা জায়গার দোকানপাট ভাংচুরের অভিযোগ উঠেছে বড়হর হাটের ইজারাদারদের বিরুদ্ধে।
জানা যায় উপজেলার বড়হর ব্রিজের পাশেই এই এলাকার গোলাম মোস্তফা, ছড়িয়ার রহমান, আব্দুস ছালাম,সারোয়ার হোসেন হেলাল তালুকদার,আমীর হোসেন, সাইফুল ইসলাম,শামীম রেজা সহ মোট ৮ জন ২০০৮ সালে জায়গাটি ক্রয় করে। অভিযোগ উঠেছে সেই জায়গাটির একটি অংশ গরুর হাট লাগাবে বলে বড়হর হাটের ইজারাদার মোবারক হোসেন সহ অন্যান্য ইজারাদার দীর্ঘদিন ধরে পায়তারা করে আসছিলো। কিন্তু জমির মালিকেরা রাজি না থাকায় মঙ্গলবার হাটের ইজারাদাররা বড়হর ভূমি অফিসের সহযোগিতায় সেই জমিতে থাকা ২ টি দোকানঘর ভেঙে দিয়েছে। তবে কোন নোটিশ ছাড়াই ২ টি দোকানঘর এবং নিজের জায়গায় থাকা পেপে গাছের চারা নষ্ট করেছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে সেইদিন সিরাজগঞ্জ আমলী আদালতে সুরাইয়া পারভীন নামে জমিটির এক অংশীদার মামলা করেছে।
স্থানীয় সূত্রে জানা যায় বড়হর হাটের ইজারাদাররা ২০০৮ সালে হাটের আয়তন বৃদ্ধি করতে নিজেদের নামে ৫ বিঘা সম্পত্তি কিনে নেয় স্থানীয়দের কাছে থেকে। ২০২৪ সালে হাটের ইজারা না পাওয়ায় সেই জায়গায় পেঁপের আবাদ এবং দোকান স্থাপন করেন । তবে হাটের ইজারাদারদের আবেদনের ভিত্তিতে বড়হর ইউনিয়ন ভূমি অফিস সওজ এর জায়গা উল্লেখ করে গরুর হাট লাগানোর জন্য ভেঙে দিয়েছে। এতে রামপ্রসাদ নামে এক ব্যক্তির খাবারের দোকান ভেঙে দেওয়াতে চরম ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছেন তিনি। রাম প্রসাদ আরো জানান হাটের ইজারাদাররা এসে তাদের দোকানপাট ভাংচুর চালায় এতে তার দীর্ঘদিনের ব্যবসার ক্ষতি হয়েছে। তিনি আরো অভিযোগ করেন তার দোকানের সামনে যদি গরুর হাট লাগায় তাহলে তিনি কিভাবে দোকান চালাবে।
এ বিষয়ে গোলাম মোস্তফা নামে জমিটির এক অংশীদার জানান সওজ এর জায়গা উচ্ছেদ করতে হলে সওজ তাদের কে নোটিশ দিবে। কিন্তু তাদের কে কেউই কোন প্রকাশ নোটিশ দেয়নি,সেই জমিটিতে তাদের অংশীদারদের লাগানো পেঁপে গাছের চারা নষ্ট করেছে ২ টি দোকানঘর ভেঙে দিয়েছে হাট লাগানোর জন্য।
হাটের ইজারাদার মোবারক হোসেন জানান তারা কারর দোকানপাট ভাংচুর বা পেঁপের চারা নষ্ট করেননি। ভূমি অফিসে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সরকারি লোকজন এসে সরকারি সম্পত্তি উদ্ধার করেছে।
বড়হর ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মঈন উদ্দিন জানান সওজ এর জায়গায় অবৈধভাবে দোকানপাট করে রাখছিল তাই এই দখলকৃত সম্পত্তি উদ্ধার করা হয়েছে। তবে তিনি আরো জানিয়েছেন সংশ্লিষ্ট দোকান মালিক ও জায়গাটির মালিকদের একাধিকবার জানানো হলেও কোন পাত্তা দেননি।
সংবাদটি শেয়ার করুন।
Copyright © 2025 সংবাদের আলো. All rights reserved.